New Gadgets, Smartphone and Software Review

Friday, December 24, 2021

অমিক্রন বা ওমিক্রন ( omicron ) ভাইরাস কি?

 অমিক্রন কি রোগঃ 

নভেল করোনাভাইরাস ( সার্স কভ ২ ) এর নতুন ভ্যারিয়েন্ট হলো - অমিক্রন বা ওমিক্রন  ( omicron ) ভাইরাস এই ভাইরাস প্রথম চিহ্নিত হয়েছে দক্ষিণ আফ্রিকায় । অমিক্রন বা ওমিক্রন ( omicron ) ভাইরাস ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি মাত্রায় ক্ষতিকারক ও সংক্রামক । 

অমিক্রন  বা ওমিক্রন ( omicron ) ভাইরাস কি
অমিক্রন বা ওমিক্রন  ( omicron ) ভাইরাস 


অমিক্রন বা ওমিক্রন  ( omicron ) ভাইরাস এর লক্ষণঃ 

চিকিৎসকদের মতে অমিক্রনের৷ বা ওমিক্রনের কিছু লক্ষণ রয়েছে যা সম্পূর্ণ ভিন্ন।তার মধ্যে চরম ক্লান্তি, গলা ব্যথা, পেশী ব্যথা এবং শুকনো কাশির মতো সমস্যা। এছাড়া শরীরের তাপমাত্রা বেড়ে যায়।লক্ষণ হালকা এবং কিছু রোগী হাসপাতালে ভর্তি না হয়েই সুস্থ হয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার চিকিৎসক ড. এনজেলিক কোয়েটজির দাবি, ওমিক্রনের উপসর্গ খুবই মৃদু।

নোটঃ অমিক্রন কে কেউ কেউ ওমিক্রন বা অমিক্রণ বা ওমিক্রণ নামে ডেকে থাকেন । 

আরো নতুন কিছুঃ

প্যাক্সলোভিড কি 

মলনুপিরাভির কি 

No comments:

Post a Comment

Be cool when comment