জীবন ও জীবিকার সন্ধানে

বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

Shakib Al Hasan সাকিব আল হাসান কে কতটুকু জানি?

সাকিব আল হাসান এর পরিচয়

Shakib Al Hasan
Shakib Al Hasan
বিশ্বনন্দিত তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের ( Shakib Al Hasan ) গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি জনস্থানে ফয়সাল নামে পরিচিত ।  তাই মাগুরাবাসীরা গর্ব করে বলে থাকেন আমাদের ফয়সাল আজ বিশ্বের সেরা ক্রিকেটার । সাকিব আল হাসান এর পিতার নাম মাশরুর রেজা । জনাব মাশরুর রেজা  ফুটবলের প্রতি অনুরক্ত ছিলেন, কর্মজীবনে প্রবেশ করার আগে তিনি মাগুরা জেলা দলের হয়ে নিয়মিত ফুটবল খেলেছেন । তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত আছেন । সাকিব আল হাসানকেও তিনি ফুটবলার বানাতে চেয়েছিলেন । Shakib Al Hasan এর মায়ের নাম শিরিন আখতার, তিনি গৃহিণী । ১৯৮৭ সালের ২৪শে মার্চ নানা বাড়িতে তার জন্ম হয় ।

ক্রিকেটার Shakib Al Hasan

আজকের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হয়তোবা আমরা ফুটবলার সাকিব আল হাসান হিসেবে পেতাম ।  যদিনা ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জয় না করতে পারত। এই আইসিসি ট্রফি জয় করে বাংলাদেশ ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা লাভ করে । তখন থেকেই সাকিব আল হাসান ক্রিকেটের ভক্ত হয়ে পড়েন আর মনে মনে নিজেকে বাংলাদেশের বিশ্বকাপ দলের একজন খেলোয়ার ভাবতে থাকেন ।

Shakib Al Hasan  যেভাবে  ক্রিকেটে এলেন

২০০১ সালে ক্লাস সেভেনে পড়ার সময় আলোকদিয়ার মাঠে খ্যাপ খেলতে যান Shakib Al Hasan  । সে দিন খেলা দিয়ে মন ভরিয়ে দেন আগত দর্শকদের আর মন জয় করে নেন খেলা পরিচালায় দায়িত্বরত আম্পায়ার সাদ্দাম হোসেন গোর্কি'র । এই সাদ্দাম হোসেন গোর্কি'র  পরামর্শেই সাকিব নাম লেখান মাগুরার ইসলামপুর স্পোর্টিং ক্লাবে । এই ক্লাবেই সাকিব সর্বপ্রথম হাতে পান সত্যিকারের ক্রিকেট বল । টেপ টেনিস বল দিয়ে তিনি পেস বোলিং করলেও সাদ্দাম হোসেন গোর্কি'র  পরামর্শে স্পিন বল করা শুরু করেন । সেই থেকে স্পিনার অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্ম ।

বিকেএসপিতে Shakib Al Hasan

সাকিব আল হাসান
সাকিব আল হাসান
২০০১ সালে বিকেএসপি'র ক্রিকেট প্রতিভা অন্বেষণ প্রোগ্রামের আওতায় মাগুরার জেলার হয়ে নড়াইল ক্যাম্পের জন্য মনোনীত হন । নড়াইল ক্যাম্প থেকে যে ২০ জন বিকেএসপি'র প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন, তাদের মধ্যে Shakib Al Hasan অন্যতম ছিলেন । বিকেএসপি'র তৎকালীন ক্রিকেট প্রশিক্ষক আশরাফুল ইসলাম বাপ্পী ও সাদ্দাম হোসেন গোর্কি'র অনুরোধে তার বাব মাশরুর রেজা রাজি হন ছেলে কে বিকেএসপি'র ক্রিকেট বিভাগে ভর্তি করাতে । এরপর বয়সভিত্তিক খেলা  -অনূর্ধ ১৫, অনূর্ধ ১৭ খেলে দেশবাসী ও জাতীয় ক্রিকেট দলের নির্বাচক মণ্ডলীদের মন জয় করতে সক্ষম হন ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে Shakib Al Hasan

একদিনের আন্তর্জাতিক খেলায় সাকিবের অভিষেক হয় ৬ই আগস্ট ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে । সাকিবের প্রথম শিকার হন এলটন চিগুম্বুরা ।  ৩৯ রানের বিপরীতে ১টি ইউকেট পেয়েছিলেন সেদিন । ব্যাট হাতে করেছিলেন ৩০ বলে ৩০ রান । টেস্টে অভিষেক হয়েছিল ১৮ মে ২০০৭ সালে ভারতের বিপক্ষে ।

সাকিব আল হাসানের বিয়ে

সাকিব আল হাসানের বউ
সাকিব আল হাসান
২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসানের বিয়ে সম্পন্ন ঢাকার হোটেল রূপসী বাংলাতে ।  সাকিব আল হাসানের বউয়ের নাম - উম্মে আহমেদ শিশির । সাকিব আল হাসানের বউ বিয়ের আগে আমেরিকাতে বসবাস করতেন । বর্তমানে এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে । । সাকিব আল হাসান বউ ও মেয়ের জন্য দোয়া চেয়ে বলেছেন -
শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে । আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে ওঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালোবাসায় ।
তাঁদের মেয়ের নাম - আলাইনা হাসান অব্রি ।

এক নজরে সাকিব আল হাসান

Personal records, hobby & Non-public information

  • Complete name: Shakib Al Hasan
  • Also known as Saqibul Hasan
  • Nick call: Moina
  • Date Of Birth: March 24, 1987
  • Domestic city: Magura, Bangladesh
  • Present-day age: 25 years
  • Religion: Islam (Muslim)
  • Courting fame: Married
  • Excellent pal: Tamim Iqbal.
  • Horoscope: Aries(মেষ)
  • Height: 5 toes 9 in (1.75 m)
  • Annual income: $425,000
  • Circle of relatives: Father-mother and more youthful Sister.

Private interest

  • Favorite coloration: green.
  • Favorite Cricketer: Tamim, Ashraful, Mashrafe,(home). Saeed Anwar, Dravid, Vettori. (Away).
  • Favorite sports(outdoor Cricket): football.
  • Favorite soccer sports crew: Argentina countrywide soccer team, FC Barcelona.
  • Hobby: watching television.
  • Preferred educate Dav Whatmore, Salahuddin & Fahim.
  • Favorite character: dad and mom.
  • Favored Athlete: Lionel Messi.
  • Preferred get dressed: blouse, jeans Pant & shoes.
  • Favorite movies: enormous, Avatar.
  • Career facts first club: Islampur Criyachoqro (Magura). Victoria (finest).
  • Predominant groups: Bangladesh, Bangladesh A, Bangladesh Cricket Board XI, Khulna Division, Kolkata Knight Riders, Worcestershire.
  • Annual revenue: $425,000
  • Playing function: Allrounder.
  • Batting style: Left-hand bat.
  • Bowling style: sluggish left-arm orthodox.
  • Take a look at Debut: 18 May 2007 vs India
  • ODI Debut: 6 August 2006 vs Zimbabwe
  • T20I Debut: 28 November 2006 vs Zimbabwe
  • ODI blouse no: 75
  • Take a look at maximum score: one hundred forty-four vs Pakistan.
  • ODI maximum rating: 134* vs Canada.
  • T20 maximum score: 84 vs Pakistan.

emblem Ambassador listing:

  1. Tiffin Biscuit (made from Globe Biscuit group Of agency).
  2. Castrol.
  3. Laptop supply Ltd (Norton).
  4. LE REVE style residence.
  5. Boost.
  6. United commercial bank Ltd. (UCBL).
  7. Polar Ice Cream

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভদ্রতা ও শালীনতার সহিত মতামত দিন