এই নিবন্ধন যখন লিখছি তখন ইজরায়েলের সেনাবাহিনী গাজা ও পশ্চিমতীরের সর্বত্র স্থল অভিযান চালাচ্ছে, যাতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনী - যাদের বেশির ভাগ শিশু। প্রতি আট মনিটে একজন ফিলিস্তিনী শিশু মারা যাচ্ছে - ইহুদী ইজরায়েলের ছোঁড়া কামানের আগাতে যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারেনা। বর্তমান বিশ্বের মোড়ল রাষ্ট্র আমেরিকা ও পশ্চিমা দুনিয়া ইজরায়েলকে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে এই অসম যুদ্ধে ; অথচ এই আমেরিকা নিজেকে সভ্য সমাজের মানদন্ড ও মানবতার পথ পদর্শক দাবী করে। আরব বিশ্বের বেশির ভাগ দেশ প্রকাশ্যে বা গোপনে ইহুদী বাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে যা কোন ভাবেই মেনে নিতে পারিনা; অথচ তাদের শতভাগ সমর্থন পাবার দাবিদার হামাস বা ফিলিস্তিন।
ফিলিস্তিনঃ
ফিলিস্তিন এমন একটি দেশ যেখানে রয়েছে পৃথিবীর প্রধান তিনটি ধর্মের উপাসনালয় বা ধর্মের প্রবর্তকের জন্মস্থান। এই কারনেই এই ধর্ম সমূহের অনুসারীরা ফিলিস্তিনকে নিজেদের অঞ্চল হিসেবে দাবী করে থাকে। ফিলিস্তিনের আদি নাম কেনান
আরও পড়ুনঃ
ইরান: ইতিহাস ও ইসলামিক সংস্কৃতি
No comments:
Post a Comment
Be cool when comment