ফাইজারের করোনা পিল প্যাক্সলোভিড ( paxlovid) :
করোনা ভাইরাস মোকাবেলায় মুখে খাওয়ার ট্যাবলেট বা বড়ির নাম প্যাক্সলোভিড ( paxlovid)।
করোনা ভাইরাস মোকাবেলায় ফাইজারের করোনা পিল প্যাক্সলোভিড ( পাক্সলভিড) ৮৮% কার্যকর বলে দাবি করছে মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান - ফাইজার। করোনা ভাইরাসে আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী নারী পুরুষ সকলের জন্য অনুমোদিত ফাইজারের করোনা পিল - প্যাক্সলোভিড ( paxlovid)। অমিক্রন মোকাবেলায় এটি যথেষ্ট কার্যকর বলে ধারনা করা হচ্ছে। এই রকমের আরো একটি পিল বাজারে পাওয়া যায়- মলনুপিরাভির ( Molnupiravir ) ।