মলনুপিরাভির ( Molnupiravir) ঃ
করোনা প্রতিরোধী মুখে খাওয়ার ট্যাবলেট বা বড়ি হলো - মলনুপিরাভির ( Molnupiravir)। এটি মার্কিন বহুজতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মের্ক শার্প এন্ড ডোহমে'র উদ্ভাবন। কানাডা ও আমেরিকার বাহিরে এটিকে " এমএসডি " নামে ডাকা হয়। আটারো বছরের নিচে ও গর্ভবতীদের জন্য এটি নিরাপদ নয়। কানাডা, আমেরিকা ও জাপানে এটি অনুমোদিত। বাংলাদেশেও "এসকেএফ " ফার্মাসিউটিক্যাল -মলনুপিরাভির ( Molnupiravir) উৎপাদনে কাজ করছে ।
No comments:
Post a Comment
Be cool when comment