অমর একুশে বইমেলা ২০২০( ekushey boi mela dhaka 2020)
প্রতিবছরের ন্যায় এবারও ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হবে বাংলা একাডেমী অমর একুশে বইমেলা ২০২০ (ekushey boi mela dhaka 2020) । এই বইমেলার ব্যাপ্তিকাল একমাস সুতরাং চলবে পুরো ফেব্রুয়ারি মাস ব্যাপী । এপার বাংলা ও ওপার বাংলার বই প্রেমী, লেখক ও সাংবাদিক এবং সাহিত্যিকরা অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করে অমর একুশে গ্রন্থমেলার জন্য । প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই সকল বই প্রেমী ও লেখকের মনে কড়া নাড়তে শুরু করে একুশে বইমেলা । বাংলাদেশে যে কয়টি মেলা হয় তন্মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও ভালোবাসার মেলা হচ্ছে- "অমর একুশে বইমেলা " । এই মেলার অফিসিয়াল নাম হচ্ছে- "অমর একুশে গ্রন্থমেলা " । চলুন জেনে নিই কিভাবে এলো বাঙালির প্রাণের এই বইমেলা (ekushey book fair) ।
বাংলা একাডেমি অমর একুশে বইমেলার নামকরণের ইতিহাস (ekushey boi mela dhaka 2020)
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের বীরত্বের ইতিহাসকে অম্লান ও চীরজাগানিয়া রাখতে , মহান ভাষা শহীদদের ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে এই মেলার নামকরণ হয়েছে- "অমর একুশে গ্রন্থমেলা " ।
অমর একুশে গ্রন্থমেলার সংক্ষিপ্ত ইতিহাস (ekushey boi mela dhaka 2020)
এই মেলার বয়স প্রায় স্বাধীন বাংলাদেশের সমান । ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় আর বইমেলা শুরু হয় ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি। চিত্তরঞ্জনসাহা কলকাতা থেকে ৩২টি বই এনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন । তিনি একা ১৯৭২ থেকে ১৯৭৬ পর্যন্ত প্রতিবছর বইমেলা চালিয়ে যান । এরপর অন্যরা অনুপ্রাণিত হয়ে বইমেলায় অংশগ্রহণ করা শুরু করেন । ১৯৭৮ সালে বাংলা একাডেমীর তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমীকে সরাসরি বইমেলার সাথে সম্পৃক্ত করেন । এর পরের বছর অর্থাৎ ১৯৭৯ সালে মেলার বইমেলার সাথে যুক্ত হয় - বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আর তখন থেকেই বাংলা একাডেমি অমর একুশে বইমেলার প্রসার ও পরিচিতি ব্যাপকতা লাভ করে । স্থান সংকুলান না হওয়ায় ২০১৪ সাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানকেও বইমেলার প্রাঙ্গণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় ।
অমর একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থা (ekushey book fair)
বাংলা একাডেমী অমর একুশে বইমেলার আয়োজন করে থাকে আর নিয়ন্ত্রণ করে থাকে - গণপ্রজাত্রন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ।
বইমেলার সময়সূচী
- প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত
- ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত
- ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত
বিঃদ্রঃ বই মেলাতে ১০% থেকে ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ভদ্রতা ও শালীনতার সহিত মতামত দিন