এশিয়ার ছোট দেশ মালদ্বীপের আয়তন কত
১ হজার ২০০ এর চেয়ে অধিক দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। এর জমির পরিমাণে মালদ্বীপের আয়তন কত তা জানলে আপনি অবাক না হয়ে পারবেননা। মালদ্বীপের আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার।এটি এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ। আর দ্বীপপুঞ্জগুলোর আয়তন প্রায় ৯০,০০০ বর্গ কিলোমিটার ।
মালদ্বীপের জনসংখ্যা কত
মালদ্বীপের জনসংখ্যা বর্তমানে ( ২০২১ ) জনসংখ্যা ৫৪০৫৪২ জন । মালদ্বীপের প্রায় সবাই ইসলাম ধর্মের অনুসারী।
মালদ্বীপের রাজধানীর নাম
মালদ্বীপের রাজধানীর নাম - মালে
মালদ্বীপের মুদ্রার নাম
মালদ্বীপের মুদ্রার নাম- মালদ্বীপীয়া রুফিয়া
No comments:
Post a Comment
Be cool when comment