জীবন ও জীবিকার সন্ধানে

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

বিকাশ ক্যাশ আউট চার্জ সর্বনিম্ন রাখার সহজ উপায়

 আপনার বিকাশ ক্যাশ আউট চার্জ সর্বনিম্ন রাখবেন যেভাবেঃ

বিকাশ ক্যাশ আউট চার্জ


বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে বাংলাদেশে প্রতিদিন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ কোটি টাকা ; যার ৮০% হয় বিকাশ এর মাধ্যমে । তাই বিকাশ ক্যাশ আউট চার্জ সর্বনিম্ন রাখার উপায় জানা অত্যান্ত জরুরী কারণ বিকাশের  ক্যাশ আউট চার্জ অন্যান্য মোবাইল ব্যাংকিং যেমন- নগদ, উপায়, শিউর ক্যাশ থেকে তুলনামূলক অনেক বেশি। আসুন জেনে রাখি কিভাবে বিকাশ ক্যাশ আউট চার্জ সর্বনিম্ন রাখবেন। 

প্রিয় এজেন্ট নাম্বার যোগ করুন ঃ 

প্রতিমাসে যেকোন ১টি এজেন্ট নাম্বারকে আপনি আপনার প্রিয় এজেন্ট নাবমার হিসেবে যোগ করতে পারবেন। প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট চার্জ ১.৪৯% মানে  হাজারে ১৪.৯০ টাকা। প্রিয় এজেন্ট নাম্বার ব্যতীত অন্য এজেন্ট নাম্বারে ক্যাশ আউট চার্জ ১.৮৫% মানে  হাজারে ১৮.৫০ টাকা।

প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তনঃ 

মাসের প্রথম দিনে আপনি প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করে অন্য আরেকটি নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে পারবেন। 

প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটঃ 

প্রতিদিন সর্বোচ্চ ২৫ হাজার টাকা 

প্রতিমাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা 

উদাহরণঃ

 মনে করুন, আপনি ১০ হাজার টাকা বিকাশ ক্যাশ আউট করবেন ।  

আপনার প্রিয় এজেন্ট যোগ করা না থাকলে ক্যাশ আউট চার্জ কত কাটে দেখুন

১০০০০/ ১০০= ১০০*১.৮৫=১৮৫ টাকা 

আপনার প্রিয় এজেন্ট যোগ করা থাকলে ক্যাশ আউট চার্জ কত কাটে দেখুন

১০০০০/ ১০০= ১০০*১.৪৯=১৪৯ টাকা 

আপনার সেভ হলোঃ ১৮৫ - ১৪৯ = ৩৬ টাকা

ভিন্নকিছু দরকারীঃ

ডেলমিক্রন কি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভদ্রতা ও শালীনতার সহিত মতামত দিন