New Gadgets, Smartphone and Software Review

Wednesday, December 11, 2019

মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে বি এন পি'তে এলেন?

কে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপনি জানেন কি কে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আপনি হয়তো ভাবছেন আমি পাগল হয়ে গেছি? নতুবা আমার মতিভ্রম হয়েছে। কে না জানে তিনি কে , তাঁর কি পরিচয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি, এন, পি) এর মহাসচিব - এ কথা কে না জানে? এটুকু জেনে যারা সব জানার ভান করছেন তারা থাকেন , আর যারা আরো অধিক জানতে চান - আমার সাথে চলুন। তিনি একজন অসাধারণ প্রতিভাবান মানুষ এবং পরম সৌভাগ্যবানদের অন্যতম একজন । তিনি প্রথম জীবনে মাস্টারি পেশায় যুক্ত ছিলেন বলেই কিনা এমন ধীশক্তির অধিকারী হলেন, নাকি বাবা রহুল আমীনের কাছ থেকে জেনেটিক্যালি ঝুপ বুঝে কূপ মারা নীতি পেয়ে এমন শান্তশিষ্ট- সদালাপী- মৃদুভাষী হয়েছেন -তা বুঝতে পারিনা ; আমদের ফাটাকেস্ট মন্ত্রী উনাকে আর উনার দলকে কত রকমের উসকানিমূলক আর অপমানজনক কথা বলেছেন- কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের রা নেই; যেন উনি মূক,বধির ও কালা।


No comments:

Post a Comment

Be cool when comment